পোশাক ও জুতাশিল্পে কৃত্তিম বুদ্ধিমত্তা সেবা দেবে কোটস

banglashangbad

ডিজিটাল কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও বিগ ডেটার মতো সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে পোশাক ও জুতাশিল্পে সফটওয়্যার সল্যুশন সেবা দেবে ‘কোটস’।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পি আই অ্যাপারেলে এবং চীনের সাংহাইয়ের সিসমাতে অনুষ্ঠিতব্য দুটি আর্ন্তজাতিক বাণিজ্য অনুষ্ঠানে কোটস ডিজিটাল তার নতুন ব্র্যান্ড প্রদর্শন করবে।

কোটস ডিজিটালের ব্যবস্থাপনা পরিচালক কেইথ ফেনার বলেন, ‘সফটওয়ার সল্যুশনের ক্ষেত্রে একটি চমকপ্রদ নতুন যুগের সূচনা করবে কোটস ডিজিটাল। একইসঙ্গে এ শিল্পের উন্নয়নে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব ভূমিকা রাখবে। আগামীতে আমরা উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের উন্নত ফ্যাশন শিল্পের বিকাশ, টেকসই পণ্য উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে কাজ করবো।’

পৃথিবীর ৬৫টিরও বেশি দেশে কোটস ডিজিটাল এ শিল্পের উন্নয়নে অবদান রাখছে। প্রতিষ্ঠানটির পাঁচ হাজারেরও বেশি খুচরা বিক্রেতা, উৎপাদনকারীসহ এ শিল্প সংশ্লিষ্টদের মাধ্যমে বিশ্বব্যাপি গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *