এম রেজা টুনু সুনামগন্জ জেলা প্রতিনিধি:: প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার ২৯ মার্চ উপ নির্বাচনে অংশ গ্রহন করতে আগামী রবিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসছেন বিগত পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ ।
এজন্য তিনি পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
উল্লেখ্য জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফের মৃত্যুতে শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে । জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনী কার্যক্রম আমরা শুরু করেছি। এখন থেকে মনোনয়ন ফরম পাওয়া যাবে।