আপনি যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের বাসিন্দা হলে আজই আপনার শীতের কোটগুলি বের করে রাখুন। কারণ মিশিগানে শীতল দমকা হাওয়ার সাথে সাথে তীব্র শীত আসতে শুরু করেছে।
উল্লেখ্য, গত রবিবার রাতে ঘণ্টায় ৫০ মাইলেরও বেশি বেগে শীতল বাতাস প্রবাহের কারণে ম্যাকিনাক ব্রিজ-এর উপর ট্রাক চলাচাল বন্ধ করে অন্যান্য গাড়ির চালককে তাদের গতি কমাতে বলা হয়েছে এবং সেই সাথে এখানে ভ্রমণ সীমিত করা হয়েছে।
নিম্নচাপের ফলে সৃষ্ট বাতাসের গতি আরো বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। তবে সোমবার ভোর ৫টার মধ্যে বাতাসের গতি কমে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে রাজ্যের তাপমাত্রা আরো শীতল হতে পারে।