প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়তে করণীয়


কোভিড-১৯ মহামারীর শুরুতে সবাইকে ঘরে থাকতে বাধ্য করে। যার ফলে প্রতিবেশীদের সাথে যোগাযোগের সুযোগ সংকুচিত হয়ে যায়।

সমাজে সুন্দরভাবে বসবাসের জন্য কমিউনিটির সাথে সুসম্পর্ক রাখা খুবই প্রয়োজন। কারণ যে কোন ধরনের আকস্মিক আপদে-বিপদে তারাই প্রথমে আপনার পাশে এগিয়ে আসে।

আপনার আশেপাশের মানুষকে আগের মতো আবার গুরুত্ব দিন এবং তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন। এমনকি আপনি যেখানে কর্ম করেন, সেখানে আপনার সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। এটি আপনার জীবনকে আরো সুন্দর করে তুলবে।

চলতি মাস প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার আদর্শ সময়। কারণ এটি সারা পৃথিবীব্যাপী ‘প্রতিবেশী মাস’ হিসেবে পালিত হচ্ছে। বিশ্বের প্রতিটি মানুষ তাদের আশেপাশে বসবাসকারীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলছে। সুতরাং আপনিও এই সময়ের সুব্যবহার করে আপনার প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন।

আজ থেকেই আপনার প্রতিবেশীকে বলতে শুরু করুন, ‘আমি আপনার সাথে দেখা করতে চাই।’

তাছাড়া আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ‘হ্যাশট্যাগ আপনার প্রতিবেশীকে ভালবাসুন’ আন্দোলনে যোগ দিতে পারেন। যেখান থেকে আপনি বিভিন্ন রকম টিপস পাবেন। যেগুলি আপনাকে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সহযোগিতা করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *