প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল কৃষকের


শেরপুরের নকলায় ছাগলে বোরো ধানের বীজতলা নষ্ট করা নিয়ে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে বারেক মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আহসান কবীর নামে একজনকে আটক করেছে।

নিহতের ছেলে শরীফ মিয়া জানান, রুনীগাও গ্রামের কৃষক সোহেলের একটি ছাগল গতকাল মঙ্গলবার প্রতিবেশী কৃষক কবীর মিয়ার ধানের বীজতলা খেয়ে নষ্ট করে। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া লাগলে বারেক মিয়া তাদের থামান। বুধবার সকালে বারেক মিয়া গরুর জন্য ঘাস কাটতে যাওয়ার সময় পেছন থেকে তাকে দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করেন কবীর। পরে স্থানীয়রা বারেক মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুজ্জামান মৃত ঘোষণা করেন।

নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহসান কবীর নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।