প্রথমবারের মতো নারী গভর্নর পাচ্ছে নিউ ইয়র্ক


নিউ ইয়র্কের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডেমোক্র্যাট দলের ক্যাথি হকল।

ক্যাথি হকল এখন লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্বে আছেন এবং আগামী দুই সপ্তাহের মধ্যে সদ্য পদত্যাগী অ্যান্ড্রু কুমোর কাছ থেকে গভর্নরের দায়িত্ব বুঝে নেবেন।

সম্প্রতি ১১ নারীকে যৌন হয়রানির ঘটনার প্রতিবেদনের প্রেক্ষাপটে চাপের মুখে পদত্যাগ করেন অ্যান্ড্রু কুমো।

হকল এক টুইটে বলেন, “আমি নিউ ইয়র্ক রাজ্যের ৫৭তম গভর্নর হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত আছি।”

বাফেলোর অধিবাসী ক্যাথি হকল পাশ্ববর্তী ৫৫ জনসংখ্যার শহর হামবুর্গের বোর্ড সদস্য হিসেবে ১৪ বছর দায়িত্ব পালন করেছেন।

ওই বোর্ডে হকলের সঙ্গে ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা ডেমোক্র্যাট নেতা জন কেসনার তার সহকর্মী সম্পর্কে বলেন, “হামবুর্গেই তার (হকল) বেড়ে ওঠা এবং নিউ ইয়র্কের প্রথম নারী গভর্নর হিসেবে তিনি দায়িত্ব নিচ্ছেন- আমাদের কাছে এর চেয়ে গর্বের আর কিছু নেই।”

২০১১ সালে যুক্তরাষ্ট্রের একটি কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জয়লাভ করেন ক্যাথি হকল। এর আগে ৪০ বছর সেখান থেকে কোনো ডেমোক্র্যাট নেতা জয় পাননি।

মঙ্গলবার গভর্নরের পদ থেকে অ্যান্ড্রু কুমো পদত্যাগ করার পর অ্যাটর্নি জেনারেল লাটিশিয়া জেমস এক বিবৃতিতে হকালের প্রতি সমর্থন জানিয়েছেন।

“আমি জানি আমাদের রাজ্য লেফটেন্যান্ট জেনারেল হকালের হাত ধরে ভালো একটি নেতৃত্ব পাবে এবং আমি তার সঙ্গে কাজ করে যেতে চাই,” বলেন অ্যাটর্নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *