প্রথম তিন দফার ভোটে বিজেপির ভরাডুবির আভাস


আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের চলমান ১৭তম লোকসভার তৃতীয় দফার ভোট শেষ হয়েছে। চতুর্থ দফায় ভোটগ্রহণ শুরু হবে সোমবার। প্রথম তিন দফায় দেশটির অর্ধেকেরও বেশি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রথম তিন দফার ৩০৩টি আসনের ভোট শেষে বিশ্লেষকরা চুলচেঁড়া বিশ্লেষণ শুরু করেছেন। আসন নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। দেশটির জরিপকারী একটি সংস্থা আভাস দিয়েছে প্রথম তিন দফার ভোটে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বেশ কিছু আসন হারাতে পারে।

ভোটদানের হার কমে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। তারা বলছে, প্রথম তিন দফার ভোটে বিজেপি অন্তত ৬০টি আসন হারাতে পারে। এই ধারা বজায় থাকলে বিজেপির আসন ২০০-র নিচে নেমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

উত্তরপ্রদেশ-পশ্চিমবঙ্গ-বিহার

প্রথম তিন দফার ভোট দেখে দেশটির এক সাংবাদিক গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যের হিসেব দিয়েছেন। সেই হিসেবে তিনি দেখিয়েছেন, কোন রাজ্য থেকে কত আসন হারাতে চলেছে বিজেপি। তার মতে, তৃতীয় দফায় উত্তরপ্রদেশে ১০টির মধ্যে ১ থেকে ৪টি আসন পেতে পারে বিজেপি। পশ্চিমবঙ্গে পাঁচটির মধ্যে একটিতে লড়াইয়ে আছে। বিহারে পাঁচটির মধ্যে একটি পেতে পারে।

কর্ণাটক-মহারাষ্ট্র

কর্ণাটকে বিজেপি ভালো ফল করতে পারে। কংগ্রেস-জেডিএস এখানে সেভাবে লড়াই করতে পারছে না। তৃতীয় দফায় ১০টির মধ্যে বিজেপি সাতটি পেতে পারে। মহারাষ্ট্রেও বিজেপি দুটি আসন হারাতে পারে তৃতীয় দফায়। ১৪টির মধ্যে বিজেপি-জোট পেতে পারে ৬টি, কংগ্রেস-জোট পেতে পারে ৮টি।

ছত্তিশগড়-ওড়িশা

ছত্তিশগড়ে বিজেপি ধাক্কা খেতে পারে। তৃতীয় দফায় সাতটি কেন্দ্রে ভোট হয়েছে। এর মধ্যে ছটি পেয়েছিল বিজেপি। এবার তারা মাত্র দুটি পেতে পারে। অর্থাৎ চারটি হারাতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে সাতটির মধ্যে পাঁচটি আসন। ওড়িশাতেও বিজেপির বড় লাভ হবে না। ৬টির মধ্যে বিজেডি একটি আসন কম পেতে পারে। সেই আসনটি পেতে পারে বিজেপি।

গুজরাট- আসাম

তৃতীয় দফায় গুজরাটের ২৬টি আসনে ভোট হয়েছে। গুজরাটের গ্রামীণ এলাকায় বিজেপির খারাপ ফল হতে পারে। ২৬টি আসনই বিজেপির দখলে ছিল গতবার। এবার ১৯টি আসন বিজেপি পেতে পারে, বাকি ৭টি আসন কংগ্রেসের দখলে যেতে পারে। আসামে তৃতীয় দফায় ৪টির মধ্যে ১টি আসন বিজেপি দখলে রাখতে লড়াই করেছে। ওয়ান ইন্ডিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *