বাংলা সংবাদ ডেস্ক:
হারারে টেস্টের প্রথম দিনেই দুরন্ত রূপে পাকিস্তান। স্বাগতিক জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নেমে গুটিয়ে গেছে মাত্র ১৭৬ রানে। জবাবে বিনা উইকেটে ১০৩ রানে দিন শেষ করেছে বাবর আজম শিবির।
বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই পাক পেসার শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলীর তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। ৫৯.১ ওভারে দলটি গুটিয়ে যায় ১৭৬ রানে।
টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। যা করেছেন তা মিডল অর্ডারে। দলের হয়ে একজনও ছুঁতে পারেনি ফিফটি। সর্বোচ্চ ৪৮ রান করেন রয় কাইয়া। ৪৭ বলে ২৮ রানে অপরাজিত থাকেন ডনাল্ড তিরিপানো।
মিল্টন শুম্বা ২৭, মুসাকান্দা ১৪, প্রিন্স ১১ রান করেন। অধিনায়ক ব্রেন্ডন টেলর ৪১ বলে ১৪ রান করে হন বোল্ড নোমানের বলে।
পাকিস্তানের হয়ে পেস বোলিংয়ে রীতিমতো আগুন জ্বালিয়েছেন দুজন। হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদি সমান চারটি করে উইকেট নেন। বাকি একটি উইকেট পান স্পিনার নোমান আলী।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে পাকিস্তান উইকেট হারায়নি একটিও। ৩০ ওভারে দলটির সংগ্রহ ১০৩ রান। ৯৫ বলে ১০ চারে ৫৬ রান অপরাজিত আবিদ আলী। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি এটি তার। ৮৮ বলে চারটি চারে ৪৩ রানে অপরাজিত আরেক ওপেনার ইমরান বাট।