যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের উত্তরাঞ্চলে প্রবল ঝড়ো বাতাসের কারণে ম্যাকিনাক ব্রিজ আংশিক বন্ধ করেছে কর্তৃপক্ষ ।
ব্রিজটির উপর দিয়ে ঘণ্টায় ৫০ মাইলের বেশি বেগে বাতাস প্রবাহিত হাওয়ায় মোটর চালকদের প্রতি ঘন্টায় ২০ মাইল বেগে বা তার কম গতিতে গাড়ি চালাতে বলা হয়েছে। তাছাড়া তাৎক্ষণিক থামার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আপাতত যাত্রীবাহী গাড়ি, যাত্রীবাহী ভ্যান এবং খালি পিক-আপ ট্রাককে চলাচল করার অনুমতি দেওয়া হচ্ছে। তবে চালকদের যথাযথ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
ম্যাকিনাক ব্রিজ কর্তৃপক্ষ বিভিন্ন পয়েন্টে বাতাসের গতি নিরীক্ষণ করছে। অবস্থার উন্নতি হওয়ার পর ব্রিজটি সমস্ত যানবাহনের জন্য আবার খুলে দেওয়া হবে।
ম্যাকিনাক ব্রিজ দিয়ে ভ্রমণের পরিকল্পনা করার আগে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য এ এম রেডিও ৫৩০ অথবা ১৬১০ টিউন করে জেনে নিতে অনুরোধ করা হয়েছে।