সিলেট অনলাইন প্রেসক্লাবে আমেরিকা প্রবাসী ও ইউ এস বাংলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহফুজ আদনানের সাথে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আফরোজ খানের পরিচালনায় ও সভায় সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিত চৌধুরী। সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন, প্রবাসীরা আমাদের দেশের শ্রেষ্ট সন্তান ও বেসরকারী রাষ্ট্রদূত। প্রবাসে থেকে ভিবিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নৈতিবাচক সংবাদ পরিবেশন করে যেনো দেশের ভাবমুর্তি নষ্ট করতে না পারে সেদিগে সতর্ক থাকার আহবান জানান। ইউ এস বাংলা অনলাইন প্রেসক্লাব ও সিলেট অনলাইন প্রেসক্লাবের মধ্যে আজ থেকে সেতুবন্ধন তৈরী হউক সেটা প্রতাশ্যা করি।
মতবিনিমিয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, কোষাধক্ষ্য মেহদী কাবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট প্রতিদিননের সম্পাদক সাজলু লস্কর, নির্বাহী সম্পাদক দেবব্রত রায় দিপন। মতবিনিমিয় সভায় উপস্থিত ছিলেন, সিলেট নিউজ ওয়ার্ল্ড-এর সম্পাদক সানি আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য শহীদুর রহমান জুয়েল, আলমগীর আলম, অজয বৈদ্য অন্তর। এছাড়া আরো উপস্থিত ছিলেন, অভিনেতা কামাল আহমদ ও অভিনেত্রী ফারিয়া বেগম, সাংবাদিক এমরান আহমদ ও এবাদুর রহমান চৌধুরী জিয়া, প্রবাসী রাজন আহমদ, খেলোয়ার কামিল আহমদ, শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও আশফাকুর রহমান, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা খালেদ আহমদ, হিমেল আহমদ ও ইমন আহমদ প্রমুখ। মতবিনিময় সভা শেষে সাংবাদিক মাহফুজ আদনানকে ফুল দিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।