সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, প্রবাসে সুজনগর বিএনপি পরিবারের অর্থায়নে বড়লেখা থানার সুজানগর ইউনিয়নের বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের দিকনির্দেশনায় মানবিক সহায়তায় সুজানগর ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের মানুষের ঘরে ঘরে কিছু নিত্য প্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়া হয়েছে ৷
এতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফখরুল ইসলাম সুনু মিয়া,সিনিয়র সহ-সভাপতি রহিম ভক্ত মুসা,প্রবাসৈ বিএনপির সদস্য সচিব শওকত হাসান,যুবদলের আহবায়ক মকবুল হোসেন সেবুল,
নুর হোসেন মেম্বার,খলিলুর রহমান বলন,বুলবুল আহমেদ,ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফ কিবরিয়া কার্জন,যুগ্ম আহবায়ক হাসান আহমদ মামুন,যুগ্ম আহবায় ইকবাল আহমদ,যুগ্ম আহবায়ক এম লিমন আহমদ,শান্ত রাজ,সোহান রাজ,মাহিন আহমদ,নাহিদ আহমদ,সুফিয়ান শুক্কুর আহমদ সহ সুজানগর ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল স্তরের নেতৃবৃন্দ।প্রবাসে সুজানগর বিএনপির আহবায়ক মুরাদ আহমেদ,যুগ্ম আহবায়ক আব্দুল হক সুলতান,সদস্য সচিব শওকত হাসান সহ কার্যকরি কমিটির সকল নেতৃবৃন্দ এই মহৎ কাজটি সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান ৷ ইনশাআল্লাহ উনারা প্রবাসে সুজানগর বিএনপির এই রকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে কার্যকরি কমিটির সকল সদস্য নিয়ে এই আশা ব্যক্ত করেছেন ৷
প্রবাসী সুজানগর বিএনপির অর্থায়নে উপহার সামগ্রী বিতরন
