প্রাক্তন সৈনিক ক্লাবের ভিতর থেকে ১৬ জুয়াড়ি গ্রেপ্তার


সিলেট নগরের সরষপুর এলাকার বাংলাদেশ প্রাক্তন সৈনিক ক্লাবের ভিতর থেকে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায়  ১৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি ওবাইন এর নেতৃত্বে এসএমপির বাংলাদেশ প্রাক্তন সৈনিক ক্লাবের ভিতরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সোমবার (৫ আগস্ট) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের মো. নাসির উদ্দিন (৩০), সমীর উদ্দিন (৩২), মো. সোয়েব আহম্মদ (৪০), আব্দুল শহীদ (৪৫), মোঃ ফরিদ (৩৫), জয়নাল আবেদীন (৪৪),  সুবহানীঘাটের মো. আলী জিন্নাহ (৪৭), শেখঘাটের মোঃ বাবুল মিয়া(৪৫), মোঃ আব্দুর রশিদ (৩২),  পশ্চিম পীর মহল্লার রফিক আহম্মদ (৩৮), ভার্থখোলার বাদশা মিয়া (৫৫), জালালী এলাকার ছালেক আহমেদ (৪৫), শেখঘাট কলাপাড়ার জুবেল আহম্মদ (৫০), মুইয়ারচড়ের আকবর হোসেন (৪২),  কাজীর বাজারের সাজীদ মিয়া (৩৫), পূর্ব জাঙ্গাইলের মো. আনোয়ার হোসেন (৩৯)।

র‌্যাব জানায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদিসহ ১ লাখ ১৯ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।