প্রিয়ভাষিণীকে নিয়ে সুমন কল্যাণের গান


বিনোদন ডেস্ক ::  গেল বছরের ৬ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। স্বাধীনতা দিবস উপলক্ষে এই বীরাঙ্গনাকে নিয়ে গান গাইলেন ছাতার কারিগর খ্যাত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক সুমন কল্যাণ।

‘প্রিয়ভাষিণী’ শিরোনামের গানটি লিখেছেন রাফিউজ্জামান রাফি। সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ নিজেই। গানটি লিরিক ভিডিও প্রকাশ করেছে লেজার ভিশন।

সুমন কল্যাণ বলেন, ‘গানটিতে প্রিয়ভাষিণীর ওপর পাকবাহিনীর পাশবিক অত্যাচার এবং পরবর্তী সময়ে সমাজ কর্তৃক অবহেলিত হওয়া এবং নতুন প্রজন্মের অনুপ্রেরণা হয়ে তার ঘুরে দাঁড়ানোর কথা উঠে এসেছে।’

‘আমি বরাবরই আমার প্রিয় মানুষদের নিয়ে গান করার চেষ্টা করি। এর আগে আজম খান, হুমায়ূন আহমেদ, নির্মলেন্দু গুণসহ অনেককে নিয়ে গান করেছি। কষ্টের ব্যাপার হলো প্রিয়ভাষিণী গানটির কাজ যখন শুরু করি তখন উনি বেঁচে ছিলেন। গানের কাজ শেষ হওয়ার আগেই তিনি চলে গেলেন। গানটা তাকে শোনাতে পারলাম না’,- বলেন তিনি।

গীতিকার রাফিউজ্জামান রাফি বলেন, ‘সুমন কল্যাণ দাদার অনুপ্রেরণাতেই গানটি লিখেছিলাম। সবাই বিশেষ দিবসগুলোতে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, তাদের ত্যাগের কথা নিয়ে গান করেন। কিন্তু যে দুই লাখ মা-বোন দেশের জন্য সম্ভ্রম হারিয়েছেন এবং যুদ্ধ পরবর্তী সময়ে সমাজ ও পরিবারের নিকট থেকে ভালোবাসা ও মর্যাদাতো পাননি ফেরদৌসী প্রিয়ভাষিণীর মাধ্যমে এই দুই লাখ বীরাঙ্গনার কথা বলার চেষ্টা করেছি।’

‘আমার মা ছাড়াও আরেকটি মানুষকে আমি মা মনে করি। তিনি ফেরদৌসী প্রিয়ভাষিণী। গানটি তার জীবদ্দশায় করা। ইচ্ছা ছিল গানটি তাকে শোনাব। কিন্তু হঠাৎ তিনি চলে যাওয়ায় গানটি তা আর শোনানো হয়ে ওঠেনি। এই আফসোসটা থেকে যাবে আজীবন’,-বলেন তিনি।