প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় কলেজছাত্রের আত্মহত্যা


নওগাঁর মহাদেবপুরে বাবার ওপর অভিমান করে তামিম হোসেন (১৭ ) নামে এক কলেজছাত্র বিষপান করে আত্মহত্যা করেছে। রোববার (১৯ জানুয়ারি) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার মাতাজীহাট কানচকুড়ি গ্রামে বিষপান করে তামিম। সে স্কুলশিক্ষক হুমায়ুন কবিরের বড় ছেলে এবং কুমিল্লার বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে তামিম হোসেনের প্রেমের সম্পর্কের জের ধরে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। বাবার ওপর অভিমান করে সে তার শোয়ার ঘরে চলে যায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেয়। এরপর অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান রোববার ভোররাতে তামিম মারা যায়।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।