আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে মিশিগান সরগরম হয়ে উঠেছে। দুই দল ই মরিয়া মিশিগানে বিজয় ছিনিয়ে নিতে । বিশেষ গুরুত্ব দিচ্ছেন দুই দলের প্রার্থীরা । গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেন নির্বাচনী প্রচারে মিশিগান আসার এক সপ্তাহ পর একই দিন নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের মিশিগান আসছেন জিল বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
জানা গেছে, সাবেক আমেরিকার সেকেন্ড লেডি ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের সহধর্মিনী জিল বাইডেন ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড়ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আগামীকাল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার নির্বাচনী প্রচারে মিশিগান আসছেন।
জিল বাইডেন মিশিগানের কোথায় কখন আসবেন বা ভাষণ দেবেন সে ব্যাপারে এখনো কোন কিছু জানা যায়নি, ডেমোক্রেটিক দলের নির্বাচনী অফিস সুত্রে জানা গেছে, তার সফরসুচী ও নির্বাচনী প্রচারের সময়সূচী যথা সময়ে জানানো হবে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র মিশিগানের হ্যারিসন চার্টার টাউনশিপের বাম্পার্স ল্যান্ডিং বোট ক্লাবে সন্ধ্যা ৬ টায় ভাষণ দিবেন। “মেক আমেরিকা গ্রেট এগেইন” ইভেন্টের হোষ্ট হিসাবে মিশিগান আসছেন ট্রাম্প জুনিয়র। মিশিগান ছাড়াও তিনি আগামী সপ্তাহে আইওয়া, উইসকনসিন, পেনসিলভেনিয়া ও জর্জিয়া অঙ্গরাজ্যে ভ্রমণ করবেন।
পৃথিবীর সবচেয়ে বড় তিনটি মোটর কোম্পানী ফোর্ড, জেনারেল মোটরস ও ফিয়াট ক্রাইসলার মিশিগানে অবস্থিত। রিপাবলিকান ও ডেমোক্রেট দুই দলই মিশিগানের অটো ওয়ার্কারদের দলে টানতে ও ভোট পেতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং দল জিতলে অটো ইন্ডষ্ট্রির জন্য কিছু করবে এমন প্রতিশ্রুতি দিচ্ছে।
মিশিগানের নির্বাচনী প্রচারণায় ‘করোনাঽ ও ‘অটো ইন্ডাষ্ট্রিঽ এই দুটি বিষয় প্রাধান্য পেয়েছে। ডেমোক্রেটরা বলছেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ অন্যদিকে রিপাবলিকানরা বলছেন, অটো ইন্ডাষ্ট্রির জন্য ট্রাম্প অনেক কিছু করেছেন এবং আগামীতেও করবেন।
রাজ্যে রিপাবলিকান পার্টি তাদের জয় ধরে রাখতে মরিয়া অন্যদিকে ডেমোক্রেটিক পার্টি তাদের হারানো রাজ্য ফিরে পেতে সর্বশক্তি নিয়োগ করেছে। উল্লেখ্য মিশিগান হচ্ছে ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাটি টানা ২৮ বছর মিশিগানে ডেমোক্রেটিক পার্টি জয়ের ধারা অব্যাহত থাকার পর ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প খুব অল্প ভোটের ব্যবধানে হিলারি ক্লিন্টনকে হারিয়েছিলেন।