ফিট হওয়ার রহস্য জানালেন জয়া!


বিনোদন ডেস্ক :: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশে গণ্ডি পার করে ওপার বাংলাতেও অভিনয় দিয়ে জয় করেছেন ভক্তদের হৃদয়।

এদিকে, এই অভিনেত্রীর গ্ল্যামার যেন দিন দিন বাড়ছে। নিয়মিত জিমে সময়ও কাটান তিনি। শরীরী কসরতেই জয়া এমন ফিট। আর তাই ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ এ জয়া আহসান নিজের ফেসবুকে পোস্ট করেন তার শারীরিক কসরতের কিছু ছবি। আর সেই ছবিতে মুগ্ধতা ছড়ালেন তিনি।

জিমে ঘাম ঝরানোর পাশাপাশি জয়া এই মুহূর্তে ব্যস্ত তার নতুন ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’ নিয়ে।

এদিকে, গত ৫ এপ্রিল প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। তাই সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে গত পাঁচ বছরের পুরস্কার প্রদান করে। যেখানে ‘দেবী’ সিনেমার জন্য শবনম ফারিয়ার পুরস্কারপ্রাপ্তিতে ভীষণভাবে গর্বিত বলে মন্তব্যও করেছেন জয়া আহসান।