আন্তর্জাতিক ডেস্ক :: বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে ব্ল্যাক লিস্টে ফেলেছে ভারত সরকার।
তৃণমূলের প্রচারে থাকার অভিযোগে মঙ্গলবার তার বিরুদ্ধে এই কড়া ব্যবস্থা নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভিসার শর্ত লঙ্ঘন করার জন্যই তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ভারতের গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশ হয়েছে।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার ফেরদৌসের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছেন। বাংলাদেশি হয়ে তিনি কীভাবে রাজ্যে এসে রাজনৈতিক প্রচার করছেন, তা নিয়ে প্রশ্ন ওঠে।
বিরোধীরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হন।
এদিন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার তথ্য জানতে চেয়ে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের কাছে রিপোর্ট তলব করে। ফেরদৌস ভিসার শর্ত লঙ্ঘন করেছিলেন কি না সে বিষয়ে খোঁজ নিতেই কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে রিপোর্ট তলব করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিস্তারিত আসছে…