ফের বিশ্বকাপের রান সংগ্রহের শীর্ষে সাকিব


২০১৯ বিশ্বকাপে ফের রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষ স্থানে ওঠে এসেছেন সাকিব আল হাসান। ইনিংসের শুরুতে ভারতের ওপেনার রোহিত শর্মাকে পেছনে ফেলতে সাকিবের দরকার ছিল ৩ রান। মোহাম্মদ হাফিজকে ৪ মেরে ভারতের এ ওপেনারকে পিছনে ফেলে পুনরায় সিংহাসন উদ্ধার করেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

ইতিমধ্যে আসরে নিজের রান ৫৫০ ছাড়িয়ে গেছেন সাকিব। ৭ ম্যাচ খেলে ৫৪৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা। ৮ ম্যাচে ৫১৬ রান করে তালিকার তৃতীয় স্থানে আছেন অসি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

ব্যাট হাতে শীর্ষে থাকলেও বোলিংয়ে আজ আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি সাকিব। পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ৫৭ রান দিয়ে কোনো উইকেট ছাড়াই থাকতে হয় তাকে। ফলে আট ম্যাচে ১১ উইকেট নিয়ে বিশ্বকাপ শেষ করতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।