ময়মনসিংহে কাওসার আহমেদ (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চুরখাই নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের পেছনে ঘটনা ঘটে।
নিহত কাওসার আহমেদ সদর উপজেলার উইনারপাড় গ্রামের মুক্তা মিয়ার ছেলে এবং স্থানীয় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদুল ইসলাম বলেন, দুপুরে সদর উপজেলার চুরখাই নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের পেছনে বন্ধুদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে স্কুলছাত্র কাওসারকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ১০ থেকে ১৫দিন আগে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে বন্ধুদের সঙ্গে কাওসারের মনোমালিন্য হয় এবং ধস্তাধস্তি করে মোবাইল ফোন ভাঙার ঘটনা ঘটে। সেই জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।