ফ্রান্সে মহানবীকে অবমাননায় ইতালিতে প্রকাশ্যে আজান দিয়ে প্রতিবাদ


ফ্রান্সে মহানবীকে (সঃ) অবমাননা করায় ইতালির রোমে আজান দিয়ে প্রতিবাদ করা হয়েছে। ৩০ অক্টোবর জুমার দিন প্রতিবাদের অংশ হিসেবে ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে দূতাবাসের সামনে ইতালি কমিউনিটির নেতারা সভা করেন।

এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কঠোর সমালোচনা করেন উপস্থিত বক্তারা।

তারা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে একজন দায়িত্বশীল ব্যক্তি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তাই বিশ্ব মুসলিম আজ ক্ষুব্ধ। আমরাও সবাই রাস্তায় নেমে এসেছি এহেন ঘৃণ্য কাজের প্রতিবাদ জানাতে।

তারা আরও বলেন, বিশ্ব মুসলিম উম্মত এ ধরনের অন্যায় কাজ কখনও মেনে নেবে না তা আগেই বোঝার দরকার ছিল ফ্রান্সকে। হযরত মুহাম্মদকে (সঃ) অবমাননা কোনোভাবেই মেনে নেয়া সম্ভব নয়। ইতোমধ্যে অনেক মুসলিম দেশ ফ্রান্সের পণ্য ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে নারী-পুরুষসহ অসংখ্য মানুষ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। পরে প্রকাশ্যে আজান দিয়ে জুমার নামাজ আদায় করা হয়। বাংলাদেশি ছাড়াও ইতালিয়ানসহ অন্যান্য অভিবাসীরা সভায় অংশ নেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *