বইয়ের দাম বেশি, ভোক্তার অভিযোগে জরিমানা ২০ হাজার টাকা


বই বিক্রিতে অভিনব প্রতারণা। ১১০ টাকা মূল্যের ওপর নতুন ট্যাগ লাগিয়ে অনুপম ভাষাজ্ঞান বাংলা ব্যাকরণ ২৫৯ টাকা এবং ১৬০ টাকার অনুপম গ্রামার টুডে বই ৩৪৩ টাকায় বিক্রি করছিলেন এক বিক্রেতা। যার প্রমাণ মিলেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযোগ শুনানিতে।

মঙ্গলবার এ অপরাধে অনুপমের প্রকাশক প্রতিষ্ঠান কাজল ব্রাদার্সকে জরিমানা করা হয়েছে। মঞ্জুর রহমান নামে একজন সচেতন ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে শুনানি শেষে এ জরিমানা করেন অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

শুনানি কার্যক্রম তদারকি করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

অধিদফতর সূত্র জানায়, কাজল ব্রাদার্সের প্রকাশিত অনুপম ভাষাজ্ঞান বাংলা ব্যাকরণ বইয়ের ১১০ টাকা দামের ওপর নতুন ট্যাগ লাগিয়ে ২৫৯ টাকায় এবং ১৬০ টাকার অনুপম গ্রামার টুডে বই ৩৪৩ টাকায় বিক্রি করা হয়েছে। মঞ্জুর রহমান নামে একজন ভোক্তা এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

এ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ে শুনানি হয়। এসময় অনুপমের প্রকাশক প্রতিষ্ঠান কাজল ব্রাদার্স লিমিটেডের প্রতিনিধিদল উপস্থিত ছিল।

শুনানিতে কাজল ব্রাদার্স প্রতিনিধিরা অভিযোগের সত্যতা স্বীকার করেন ও দুঃখ প্রকাশ করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠান কাজল ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ট্যাগ লাগানো বর্ধিত মূল্যের সব বই বাজার থেকে প্রত্যাহারসহ ভবিষ্যতে এই ধরনের অনিয়ম না করার বিষয়ে সতর্ক করা হয়।

ভোক্তা আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ পুরস্কার হিসাবে দেয়া হয়। পুরস্কারের অর্থ নগদ পাঁচ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে অভিযোগকারীকে প্রদান করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।