টুঙ্গিপাড়ার সেই ছেলেটি
জাতির পিতা জানি
আদর্শ আর নীতিবাক্য
আমরা সবাই মানি।
দেশের জন্য সারাজীবন
করে গেছেন কাজ
তাঁর জন্য পেয়েছি আজ
স্বাধীন দেশের সাজ।
সবার কাছে প্রিয় মানুষ
প্রাণের মানুষ ভাই
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি
খেতাব পেয়েছেন তাই।
তিনি আমাদের পথের দিশা
তাঁর আদর্শে চলি
স্বাধীন দেশে স্বাধীন আমরা
নিজের কথা বলি।
গরীব কৃষকের খাজনা সেদিন
মওকুফ করেছেন যিনি
কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
উপহার দিয়েছেন তিনি।
স্বাধীন দেশের সোনার বাংলার
তিনি তো কারিগর
শিক্ষা স্বাস্থ্য আর অর্থনীতির
তিনিই যে রূপকার।
এতো গুনের মানুষ ছিলেন
বঙ্গবন্ধু জানি যাকে
বিপথগামী নরপশুর দল
মেরে দিলো তাঁকে।
আজকে তোমার মৃত্যু দিবস
সবার কাছে কালো
তোমার পথে চলবো আমরা
জীবন করবো আলো।