বড়দিন উপলক্ষে কুলাউড়ার বরমচালে উপকারভোগীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও নগদ টাকা বিতরণ


কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশএর আর্থিক সহায়তায় এবং মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বরমচাল এরপরিচালনায় গত শনিবার কুলাউড়ার বরমচাল মিশনে ৩২৯ জন উপকারভোগীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বড়দিনউপহারের নগদ টাকা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রকল্পের সমাজকর্মী মি:ষ্টিফেন মারলিয়ারএর সঞ্চালনায় সভাপতিত্বকরেন বরমচাল মিশনের পরিচালক মিসেস লাভলী সুছিয়াং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারজেলা প্রশাসক, মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার, এটিএম ফরহাদ চৌধুরী, মেজর শাকিল লুৎফর রহমান মুকুল, কুলাউড়া  উপজেলা সহকারীকমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম, ১নং বরচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব খোরশেদআহম্মদ খান (সুইট), নং ওর্য়াডের সদস্য, সাহানুর আহমদ সাধন, বরমচাল মিশনের পুরোহিত রেভা: পায়রিন সুটিং, কুবরাজআন্তঃ পুঞ্জী উন্নয়ন সংগঠনের সম্পাদক, বাবলী তালাং, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সদস্য, জিডিসন প্রধান সুছিয়াং, মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার পিউস পঃস্না, সমাজকর্মী রাজেন পাপাং, ঊর্মিমালা রিছিল।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, মীর নাহিদ আহসান বলেন, প্রধানমন্ত্রীশেখ হাসিনা বলেছেন দেশের কোন নাগরিক পিছিয়ে থাকবেনা, তাই প্রশাসনের সকল কর্মকর্তা মাঠ পর্যায়ে তাদের সেবাকর্মসূচীগুলো বাস্তবায়ন করছে এজন্য সরকারের পাশাপাশি আমাদের সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতেহবে। আজ যে সামগ্রী কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাধ্যমে দেয়া হচ্ছে তা কিছুটা হলেও শিশুদের বিশেষ সহায়তাপ্রদান করবে। তিনি দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বরমচাল মিশনের রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কারদাবিগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

গ্রাম হবে শহরমাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বরমচাল ইউনিয়নের সার্বিক উন্নয়নে জেলাপ্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে দাতা সংস্থার দেয়া সামগ্রী গুলো ৩২৯ জন উপকার ভোগীদের মাঝে বিতরণ করা হয়। বিতরণ সামগ্রীর মধ্যে ছিল ৩টিসাবান, ১টি বডিলোশন,  ১টি পেট্রোলিয়াম জেলী, জোড়া টুথপেষ্ট টুথব্রাশ, ১টি মাস্ক এবং বড়দিন উপহার হিসেবে নগদ১২১৭ টাকা।

সবশেষে দেশের সার্বিক মঙ্গলে বিশেষ মোনাজাত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *