বড়লেখার জয়নুল ইসলাম ডেট্রয়েটে গুলিবিদ্ধ হয়ে নিহত


বড়লেখার অধিবাসী মোহাম্মদ জয়নুল ইসলাম ডেট্রয়েটে এক সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডেট্রয়েটের অধিবাসী এবং কাশ্মীর স্ট্রিটে পরিবারসহ বসবাস করতেন। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক ছিলেন। জয়নুল ইসলামের মৃত্যুতে পরিবারে এবং ডেট্রয়েটে বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

তার পরিবার সূত্র থেকে জানা যায়, তিনি তারাবির নামাজ পড়ে ট্যাক্সি ক্যাব নিয়ে বের হবার পর রাত আনুমানিক ১.৩০ থেকে ৩  টার মধ্যে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই সংবাদ লেখা পর্যন্ত এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

বাংলা সংবাদ এর সাথে ডেট্রয়েট পুলিশের কথোপকথনে ডেট্রয়েট পুলিশ জানান,  ঘটনাটি তদন্তনাধীন এবং অপরাধীকে শনাক্ত করার জোর প্রচেষ্টা চলছে।

জয়নুল ইসলাম এর বাড়ি সিলেটের বড়লেখা থানার বর্ণি ইউনিয়নের কাজী বন্ধ গ্রামে। মৃত্যুকালে তিনি ৭ সন্তানের জনক ছিলেন।

মোহাম্মদ জয়নুল ইসলামের মৃত্যুতে ‘বাংলা সংবাদ’ পরিবার গভীরভাবে শোকাহত।