বড়লেখায় নারীশিক্ষা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার খ্যাতনামা বিদ্যাপীঠ নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের হলরুমে ১৪ মে শনিবার অনুষ্ঠিত হয় কৃতি শিক্ষার্থীসংবর্ধনা অনুষ্ঠান।

৪০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ উক্ত কলেজের মেধাবী শিক্ষার্থী, রাবেয়া বেগম (বিসিএস শিক্ষা), সুমাইয়া ফেরদৌস (বিসিএস ট্যাক্স সুপারিশপ্রাপ্ত), সায়মা শারমিন (বিসিএস প্রশাসন সুপারিশপ্রাপ্ত)- কে সংবর্ধনা দেয়া হয়।

কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সমর কুমার দাস, সহকারী অধ্যাপক মো. রফিক উদ্দিন ও প্রভাষক এমএ হাসান। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যাপক, সহকারী অধ্যাপক, সিনিয়র প্রভাষকবৃন্দসহ বিভিন্ন শাখার ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিজেদের সফলতার গল্প নিয়ে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ৪০ তম বিসিএস এডমিন ট্যাক্স বিভাগে সুপারিশপ্রাপ্ত সায়মা শারমিন সুমাইয়া ফেরদৌস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *