বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে ৮ জেলায়


টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়তে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার বিস্তার বাড়ছে। প্রথম দফা বন্যার ক্ষত না সারতেই দ্বিতীয় ধাপের এ বন্যায় দেশের লাখো মানুষ দুর্ভোগে পড়েছে। তবে এরই মধ্যে আবহাওয়া অফিস জানাচ্ছে আট জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির কথা।

আজ শনিবার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জসহ আট জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এসব জেলাসমূহ হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ। অপরদিকে মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির স্থিতিশীল থাকতে পারে।

এ ছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি সমতল হ্রাস শুরু করতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদী সমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় পুরাতন ব্রহ্মপুত্র নদী জামালপুর পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। সারা দেশে পর্যবেক্ষণাধীণ ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪১টির, হ্রাস পেয়েছে ৫৯টির, অপরিবর্তিত রয়েছে ১টির এবং বিপদসীমার উপরে রয়েছে ২২ টির। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৯০ মিলিমিটার এবং লরের গড়ে ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *