ডেস্ক রিপোর্ট :: শরীরের কোথাও একটু ব্যথা পেলেই সুরক্ষায় বরফের জুড়ি নেই। গরমে স্বস্তির ঠান্ডা পানীয় তৈরিতে বরফ খুবই প্রয়োজনীয় উপাদান। রূপচর্চাতেও এর ব্যবহার বাড়ছে।
আজ আপনাদের জানাবো বরফের এরকম দরকারি ৫ ব্যবহার –
১. ত্বকের বিবর্ণতা, রোদে পোড়া দাগ বা কালচে ভাব দূর করতে বরফ খুবই কার্যকরী। এর পাশাপাশি সারা দিনের ক্লান্তি বোধও নিমিষেই দূর করে দেয়। তাই প্রতিদিন ঘুমানোর আগে ঝটপট ত্বকে ঘষে নিন বরফ টুকরো।
২. ঘুম কম কিংবা বেশি দুই কারণেই অনেকেরই চোখের নিচ ফুলে যায়। কালি পড়ে। দেখতে বেশ বাজে দেখায়। এই সমস্যাও দূর করবে বরফ। এক টুকরো বরফ পরিষ্কার পাতলা কাপড়ে পেঁচিয়ে চোখের নিচে ফোলা জায়গায় ধরে থাকুন। এতে ফোলা ভাব কমবে। সঙ্গে দূর হবে রাতের ক্লান্তিও।
৩. কোনো কারণে ত্বকে র্যাশ বের হলে আক্রান্ত অংশে এক টুকরো বরফ বা আইস কিউব দিয়ে ভালো করে ঘষে নিন। ত্বকের জ্বালা বা অস্বস্তি বোধ অনেকটাই কমে যাবে।
৪. ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দরকার এক টুকরো বরফ। প্রতিদিন অফিস থেকে বাড়ি ফিরে ভালো করে মুখ পরিষ্কার করে এক টুকরো বরফ হালকা করে লাগিয়ে নিন। দেখবেন এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
৫. রূপ সচেতনদের জন্য গরমকাল সত্যিই বিরক্তিকর। তবে কয়েকটি কৌশল জানা থাকলে এই গরমেও ত্বক রাখা যায় কোমল আর বিপদমুক্ত।