বর্ষামঙ্গল উৎসব উদযাপনের প্রস্তুতি


“এসেছে বরষা ওগো নব-অনুরাগিনী, ওগো প্রিয় সুখভাগিনী” রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মধ্য দিয়ে বর্ষা বন্দনার মাধ্যমে মিশিগান সিম্ফনি ক্লাব এবার বর্ষামঙ্গল উৎসব পালন করছে আগামী ২৬শে মে রোববার ওয়ারেন সিটির দেশী হলে । মিশিগানে এই প্রথম বর্ষামঙ্গল উৎসব উদযাপিত হচ্ছে । এ নিয়ে মিশিগানে বসবাসরত বাঙ্গালিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে । আয়োজকদের সাথে আলাপকালে তারা জানান, এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরদের মধ্যে বাংলা ও বাঙ্গালির কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি তুলে ধরার জন্যই তাদের এ আয়োজন । অন্যদিকে প্রবাসে বাঙ্গালিরা যে সকল অনুষ্টান করেন এতে অধিকাংশ ক্ষেত্রেই প্রবীণরা থাকেন উপেক্ষিত । তাদেরে এ অনুষ্টানের মাধ্যমে সম্পৃক্ত করা ও গুণীজন সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়েছে । এবারের শ্লোগান হচ্ছে “বৃষ্টির জলে স্নাত হোক বিবেক” । অনুষ্টান শুরু হবে বিকেল ৬টায়, এতে থাকছে, গান ও আবৃতির মাধ্যমে বর্ষা ঋতুকে বরণ, বর্ষা বন্দনা, নৃত্যানুষ্টান,পঞ্চ কবির গান, বর্ষা নিয়ে কথামালা, শুধু মহিলাদের অংশ গ্রহণে হাসির নাটক “রজকিনী ও চন্ডীদাশ”, গুণীজন সংবর্ধনা, উপস্থিত দর্শকদের অংশ গ্রহণে আকর্ষণীয় ম্যাগাজিন অনুষ্টান, সিম্ফনি ক্লাবের উদ্যোগে সবার জন্য নৈশভোজ, কলকাতার একজন জনপ্রিয় শিল্পীর একক সঙ্গীতানুষ্টান এবং সবশেষে আকর্ষণীয় রাফেল ড্র ।