বাংলাদেশ দলকে অবিশ্বাস্য লড়াকু বললেন শোয়েব


সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে বিশাল রানের টার্গেট তাড়া করা চাট্টিখনি কথা নয়। সেখানে বাংলাদেশ কাল অস্ট্রেলিয়ান বিপক্ষে এই রান তাড়া হেরেছে মাত্র ৪৮ রানে। তাই বাংলাদেশ দলের লড়াকু মানসিকতার  প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। এ লড়াইয়ে মুগ্ধ বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ শেষে  ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আক্তার টুইট করেন।

তাঁর টুইট লিখেন, ‘বাংলাদেশ আবারও অবিশ্বাস্য লড়াকু মানসিকতা দেখাল। তারা শেষ কয়েক ওভারে অতিরিক্ত রান দিয়ে ফেলেছে, নইলে ম্যাচটা তাদের হাতেই থাকত। বড় রান তারা কীভাবে তাড়া করে, সে ব্যাপারে সত্যিই ভালো শিক্ষা পাওয়া গেল।’

সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৮১ রান তুলেছিল অস্ট্রেলিয়া। দলটির ইনিংসের শেষ ৭-৮ ওভারে অনেক বেশি রান দিয়ে ফেলেন বাংলাদেশের বোলাররা। তাড়া করতে নেমে গোটা ৫০ ওভারই খেলেছে বাংলাদেশ। সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে দুটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। ব্যাটিংয়ের একটা সময় ম্যাচে মোটামুটি ভালোভাবেই টিকে ছিল মাশরাফির দল। বিশ্বকাপের গ্রুপপর্বে আরও ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে বড় দল বলতে শুধু ভারত ও পাকিস্তান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *