বান্দরবানে হয়ে গেল সাঙ্গু নদী পূজা


ডেস্ক রিপোর্ট :: বান্দরবানে হয়ে গেল বর্ষবরণ উৎসব সাংগ্রাই উপলক্ষে সাঙ্গু নদীর তীরে শান্তি কামনায় পূজা।
শনিবার সকালে বান্দরবান সাঙ্গু নদীর তীরে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী পুরুষ সমবেত হয়ে এই প্রার্থনায় অংশগ্রহণ করেন। এ সময় সমবেত প্রার্থনায় অংশ নেন বোমাং সার্কেল চিফ রাজা উ চ প্রু চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরৗ, বোমাং হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টি মং প্রু বোমাং রাজার প্রধান সহকারী অং জাই খেয়াংসহ বৌদ্ধ ধর্মালম্বী নারী ও পুরুষ, রাজপরিবারের সদস্য ও বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারীরা।
এ সময় ভক্তরা অগ্নি, রোগব্যাধী থেকে মুক্তি লাভ এবং দেশের সকলে যেন সুখে শান্তিতে থাকে সে উদ্দেশ্যে প্রার্থনা করেন। পরে নদীর তীরে মোমবাতি প্রজ্জ্বলন করেন সবাই। এরপর করা হয় বৃক্ষ পূজা।
এ সময় ভক্তরা বটবৃক্ষের সামনে দেবতাদের উদ্দেশ্যে বিস্কিট, মিষ্টি, ভাত, কলাসহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন একে একে উৎসর্গ করেন।