বাবার সাফল্যে ডলারে নগ্ন বুক ঢাকলেন গায়িকা!


বিনোদন ডেস্ক :: বাবা বিলি রে সাইরাস আই টিউনস চার্টে এক নম্বরে এসেছেন। বাবার সেই সাফল্য সেলিব্রেট করতে অদ্ভূত এক ছবি ইনস্টাগ্রামে করেছেন তিনি। সেই ছবিই এখন ভাইরাল নেট দুনিয়ায়।

বলছি আমেরিকান গায়িকা মাইলি সাইরাসের কথা। তার পরিচিতি আছে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের সাবেক প্রেমিকা হিসেবেও।

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ওয়াইল্ড ছবি পোস্ট করেন আমেরিকার এই গায়িকা। এবার ডলার দিয়ে নগ্ন বুক ঢেকে সেই ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। ছবিতে তাকে দেখা গেছে ডলার দিয়ে খোলা বুক ঢেকে রেখেছেন। আরেকটি ডলার চেপে রেখেছেন নাকে। সেই ছবিতে আবার ট্যাগ করলেন বাবাকেও।

ছবিটিতে দেখা যাচ্ছে টপলেস মাইলি বুক ঢেকে রয়েছেন ডলারের নোট দিয়ে। যদিও ফ্যানরা এতে খুব একটা খুশি নন। তারা প্রশ্ন তুলেছেন, কীভাবে এমন একটি ছবিতে নিজের বাবাকে ট্যাগ করলেন মাইলি?

তার খাম খেয়ালিপনায় অবশ্য অভ্যস্ত তার ভক্তরা। যখন যা খুশি তা করে বেড়ান মাইলি। নিজের পছন্দকে খুব গুরুত্ব দেন।