বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে প্রাণ গেল দুজনের


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ভুল্লারহাট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুকুল হোসেন (৩৫) রংপুরের পাগলাপীর বকুলতলা এলাকার রমজান আলীর ছেলে ও আনোয়ার হোসেন (৪০) রংপুর উপশহরের কেল্লাবন্দ এলাকার জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুকুল হোসেন ও আনোয়ার হোসেন মোটরসাইকেলযোগে হাতীবান্ধার দিকে যাচ্ছিলেন। উপজেলার ভুল্লারহাট বটতলা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় লালমনিরহাটগামী যাত্রীবাহী বাস।

এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মুকুল হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাসের চালককে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।