বায়ুদূষণ : ঢাকায় ৬ বাসকে জরিমানা


বায়ুদূষণবিরোধী অভিযানে রাজধানীর আগারগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। স্বাস্থ্যহানিকর, পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া ও গ্যাস নিঃসরণকারী যানবাহন চালানোর অপরাধে ছয় পরিবহনকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ছয় পরিবহন হচ্ছে- সেপটি পরিবহন, লাব্বাইক পরিবহন, বেস্ট পরিবহন, গাবতলী লিংক, একটি স্টাফ বাস ও হানিফ পরিবহন। চারটিকে ১ হাজার ৫০০ টাকা করে এবং হানিফ পরিবহনের একটি গাড়িকে ৩ হাজার টাকা, গাবতলী লিংকের একটি গাড়িকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ঢাকা মহানগর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব এবং শেরেবাংলা নগর থানার মোবাইল টিমের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ক্ষতিকর ধোঁয়া নিঃসরণকারী সব যানবাহনকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।