বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে ট্রেনের টিকিট কিনবেন


বাংলাদেশে রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়াও এখন বিকাশ দিয়ে ট্রেনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে।

কেনাকাটা, বিল পরিশোধ, অ্যাড মানি, মোবাইল রিচার্জসহ অন্যান্য অনেক সেবার মতোই বিকাশ অ্যাপে টিকিট কেনার এই সুবিধাটি যুক্ত হওয়ায় এখন গ্রাহকদের আর একাধিক অ্যাপ ব্যবহারের প্রয়োজন হবে না।

যেভাবে ট্রেনের টিকিট কিনবেন –

১. টিকিট কিনতে অ্যাপের টিকিট আইকন থেকে ট্রেন নির্বাচন করুন। এখানে বাংলাদেশ রেলওয়ের ‘ই-টিকিটিং সার্ভিস’ স্ক্রিন আসবে।

২. এই স্ক্রিনে যাত্রার স্থান ও গন্তব্য, তারিখ, টিকিটের সংখ্যা প্রভৃতি তথ্য দিয়ে ট্রেন নির্বাচন করুন।

৩. গ্রাহকের তথ্যানুসারে সিট ‘অ্যাভেইলেবল’ থাকলে ‘পারচেজ’ অপশন নির্বাচন করুন। যেখানে রেলওয়েতে নিবন্ধিত ‘ইউজার আইডি’ ও ‘পাসওয়ার্ড’ দিতে হবে।

৪. এরপর বিকাশ গেটওয়েতে বিকাশ নম্বর দিলে গ্রাহক তার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাবেন।

৫. ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে টিকিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করুন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *