বিজ‌য়ের সুর কবির মাহমুদ


প্র‌তি‌দিন ভোর হয় আযানের সু‌রে গুনগুনে মৌমাছি যায় উড়ে উড়ে।

ওই ভোরে ভেসে আসে পাখিদের গান, সাগরে ঢেউ খেলে নদী কলতান।

ফুল বাগে প্রজাপতি আকাশে চিল শাপলার পাপড়িতে হেসে যায় বিল।

উড়ে আসে চকাচকি উড়ে যায় কাক উড়ে আসে ডানা মেলে অতিথির ঝাঁক।

চিকচিক করে রবি সবুজের মাঠ নানা রূপে সাজে এই বাংলার হাট।

কুহুকুহু কোকিলে সুর তুলে প্রাতে নিপুণ ওই কারিগরি বাবুইর হাতে।

চড়ুই আর শালিকের নিতে এসে খোঁজ দোয়েলে শিষ দিয়ে,

যায় প্রতি রোজ। টিয়ের বিয়ে হয় পাকা ধানে ধানে ‘বউ কথা কও’ গায়, বেদনার গানে।

কত ত্যাগ ভালোবাসা অকালেই ঝরে শত পাখি গান গায় শত সুর ধরে।

ঘুঘুদের উড়াউড়ি মাঠে পাকা ধান কৃষকের মুখে হাসি বাউলের গান।

বিজয়ের সুর শুনি রোজ প্রতিদিন পাখিদের কলরবে বাজে সুখ বীণ।

সবুজের বুকে হাসে বাংলার ছবি শব্দের তুলি দিয়ে লেখে যায় কবি।