বিভাগের তিন জেলায় যত তারচেয়ে বেশি করোনা রোগী সিলেটেই


সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী সিলেট জেলাতেই। বিভাগের বাকি তিন জেলায় যত করোনা রোগী তারচেয়ে বেশি রয়েছে সিলেটে। মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা মিলে করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে ৫৩৩ জন। আর শুধু সিলেটেই প্রাণঘাতি এ ভাইরাসের রোগীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ৬২৬ জনে। সবমিলয়ে বিভাগে করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে ১১৫৯জন।

জানা গেছে, গত ৫ এপ্রিল বিভাগে মধ্যে সর্বপ্রথম সিলেটের এক চিকিৎসকের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। ওই দিন তিনি ছাড়াও মৌলভীবাজারের মারা যাওয়া এক ব্যক্তির শরীরে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ৪ এপ্রিল মৌলভীবাজারের ওই ব্যক্তি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর নমুনা সংগ্রহ করা হলে পরীক্ষায় পরদিন তার শরীরে ধরা পড়ে করোনার অস্তিত্ব।

এরপর হবিগঞ্জে পাওয়া যায় করোনা রোগী। হবিগঞ্জে সেই সময়ে প্রতিদিন বাড়তে থাকে এ ভাইরাসে রোগীর সংখ্যা। পাশাপাশি তখন সুনামগঞ্জেও হানা দেয় করোনা। শুরুর দিকে সিলেট ও  হবিগঞ্জে করোনায় আক্রান্ত রোগী প্রায় তালমিলিয়ে চলতে থাকে। ২৬ এপ্রিল একদিনেই হবিগঞ্জে ২২ জনের শরীরে শনাক্ত হয় করোনা। বিভাগের মধ্যে তখন হবিগঞ্জ জেলায় সবচেয়ে করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছিল। পরবর্তীতে বিভাগের তিন জেলাকে টপকে সিলেটে প্রাণঘাতি এ ভাইরাস ভয়ায়বহ আকার ধারণ করে। বর্তমানে বিভাগের তিন জেলায় যত করোনা রোগী তারচেয়ে বেশি রয়েছে সিলেটেই।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সুত্রে জানা গেছে, বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বুধবার  সকাল পর্যন্ত ১১৫৯। এর মধ্যে সিলেট জেলায় ৬২৬, সুনামগঞ্জে ২১৩, হবিগঞ্জে ১৯২ ও মৌলভীবাজার জেলায় ১২৮ জন। সিলেট বাদে বাকি তিন জেলায় করোনাভাইরাসের রোগী ৫৩৩ জন। এ হিসেবে বিভাগের  বাকি তিন জেলা  বাদে  সিলেটে এখন পর্যন্ত ৯৩ জন রোগী বেশি  পাওয়া গেছে।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতর সিলেট  বিভাগীয় অফিসের  সহকারি পরিচালক  ডা. আনিসুর  রহমানের  বক্তব্য  নিতে  ফোন করা হলে তিনি  রিসিভ করেননি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *