বাংলা সংবাদ ডেস্ক:: ওয়ারেনের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিসমিল্লাহ কাবাব এন্ড কারি ক্যাফের পরিচালক আফজাল চৌধুরীর শশুর জনাব খালেদ মাহমুদ চৌধুরী মঙ্গলবার সকাল ৯ টা ২০ মিনিটে সিলেটের রাকিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন স্ট্রোক জনিত সমস্যায় ভুগছিলেন। সিলেট সদরে দর্শনতরী কবরস্থানে তাকে জানাজা শেষে দাফন করা হয়।
কর্মজীবনে খালেদ মাহমুদ চৌধুরী বসুন্ধরা মটরস এর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি তার সহধর্মিণী , ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।