বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলে ফিরলেন, খেলা হলো না ডি মারিয়ার


ক্রীড়া ডেস্ক :: ২০১৮ বিশ্বকাপের পর প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ফিরেছিলেন। পাওলো দিবালা, নিকোলাস ওতামেন্দি আর লিওনেল মেসির সঙ্গে জাতীয় দলে ফেরা হলেও খেলা হচ্ছে না অ্যাঞ্জেল ডি মারিয়ার।

ভেনেজুয়েলা আর মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়তে হলো ডি মারিয়াকে। পেশির চোটের কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন পিএসজি ফরোয়ার্ড।

অথচ পিএসজির হয়ে চলতি মৌসুমটা কি দুর্দান্তই না কেটেছে ডি মারিয়ার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪টি গোল আর ১৩টি অ্যাসিস্ট করেছেন। এমন ফর্মে থাকা একজনকে আর্জেন্টিনার খুব দরকার ছিল।

যদিও ডি মারিয়া ছিটকে পড়লেও আর্জেন্টিনার অপশন কমে যায়নি। জিওভানি লো সেলসো, গঞ্জালো মার্টিনেজ, ম্যানুয়েল লানজিনির মতো খেলোয়াড় আছেন। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন লিওনেল মেসি আর পাওলো দিবালা।

আগামী ২৩ মার্চ ওয়াল্ডা মেট্রোপলিটন স্টেডিযামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা দল।