বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শঙ্কর


চোট আঘাতে বিশ্বকাপে আবারও ধাক্কা খেতে হলো ভারতকে। শিখর ধাওয়ানের পর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্কর।

ইনজুরির কারণে শেষ পর্যন্ত দেশে ফিরে যেতে হচ্ছে এই ক্রিকেটারকে।

তার জায়গায় ২৮ বছর বয়সী মায়াঙ্ক আগারওয়ালের নাম বদলি হিসেবে শোনা যাচ্ছে। যদিও কর্নাটকের এই ওপেনারের এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি।

গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল তার।

বিসিসিআই এর এক অফিসিয়াল পিটিআইকে বলেছেন, পেসার জসপ্রিত বুমরাহর ডেলিভারিতে বিজয় আবারও পায়ের আঙুলে আঘাত পেয়েছে। তার অবস্থা ভালো নয়। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তার খেলা হচ্ছে না। তার বদলে মায়াঙ্ক আগারওয়ালকে নেওয়ার সম্ভাবনা আছে।

এর ফলে ব্যাটিং অর্ডারে বদল আসতে পারে ভারতের। ঋষভ পান্ত পরের দুই ম্যাচে খারাপ করলে তখন লোকেশ রাহুলকে চার নম্বরে সুযোগ দেওয়া হতে পারে।

এখন আইসিসির টেকনিক্যাল কমিটি অনুমোদন করলেই আগরওয়াল ইংল্যান্ডের উদ্দেশে পাড়ি জমাবেন। ভারতের পরবর্তী ম্যাচ ২ জুলাই বাংলাদেশের বিপক্ষে।