বিশ্বনাথে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক


সিলেটের বিশ্বনাথে শনিবার বিকেল ৩টার দিকে ১ কেজি ২শত গ্রাম গাঁজাসহ শামসুদ্দিন (৫৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

সে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল (সুতারপাড়া) গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে শামসুদ্দিনকে আটক করে ডিবি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শামসুদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা রয়েছে।

চিহ্নিত মাদক ব্যবসায়ী শামসুদ্দিনকে ১ কেজি ২শত গ্রাম গাঁজাসহ আটকের সত্যতা স্বীকার করে ডিবি পুলিশের এসআই কল্লোল গোস্বামী বলেন, তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।