বিশ্ববিখ্যাত কারি শায়খ আল-সায়িদ জাইফের ইন্তেকাল


ডেস্ক রিপোর্ট :: বিশ্বব্যাপী কুরআন তেলাওয়াতের ঝংকারে আলোকিত সেরা দেশ মিসর। দেশটির বিখ্যাত কারী শায়খ মুহাম্মদ আল-সায়িদ জাইফ (৭৪) গত সোমবার ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১৯৪৫ সালে মিসরের ডাকাহলিয়া প্রদেশে জন্মগ্রহণ করেন এ খ্যাতিমান কারি। তিনি অল্প বয়সেই হৃদয় দিয়ে কুরআন শিক্ষায় নিয়োজিত হন এবং অল্প কিছুদিনের মধ্যেই পুরো কুরআন মুখস্ত করতে সক্ষম হন। তারপর তিনি ইলমে কিরাতের সুমধুর তেলাওয়াত শৈলী শিখতে শুরু করেন।

১৯৬০ সালে মাত্র ১৫ বছর বয়স তার অনন্য তেলাওয়াত শৈলীর কারণে সরকারিসহ বিভিন্ন আয়োজনের কুরআন তেলাওয়াতে শুরু করেন।

১৯৮৪ সালে তিনি মিসরের কুরআন রেডিওতে কারি হিসেবে যোগদান করেন। অল্প কিছু দিনের মধ্যে তিনি মিসরসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ খ্যাতিত অর্জন করতে সক্ষম হন।

আল্লাহ তাআলা কুরআনের এ খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *