বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়াল


সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। আর বিশ্বে করোনায় আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ৪২ লাখ ৭৬ হাজার ৬৬৪ জন। একই সময় মৃতের সংখ্যা ছয় লাখ এক হাজার একশ ৯৩ জন।

ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৮৫ লাখ ২৮ হাজার ৯১৩  জন এবং সংক্রমিত আছেন ৫১ লাখ ৪৬ হাজার ৫৫৮ জন। শনিবার করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

করোনায় আক্রান্ত ও মৃত-দুটির তালিকাতেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সম্প্রতি প্রতিদিনের আক্রান্তের হার রেকর্ড ভাঙছে। এ পর্যন্ত ৩৭ লাখ ৯৪ হাজার ১৩২ জন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন এক লাখ ৪২ হাজার ৪১১ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে ২০ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৭৮ হাজার ৯৭ জন। আক্রান্তের তালিকায় ভারত তৃতীয় অবস্থানে। তবে মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *