বিয়ানীবাজারে ইয়াবা বিক্রিরকালে ভারতীয় নাগরিকসহ আটক ২


সিলেটের বিয়ানীবাজারে ইয়াবা বিক্রিকালে এক ভারতীয় নাগরিকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটক ভারতীয় নাগরিকের নাম ফকির আলী (৪৫)। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার করিমগঞ্জ থানার লক্ষ্মীবাজারের লাফাসাইল গ্রামের ইরমান আলীর ছেলে।

আটক অপর ব্যক্তি বাংলাদেশি। তার নাম নাম বদই (৫৫)। তিনি বিয়ানীবাজারের গজুকাটা গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র। শবিবার আটকের সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, উপজেলার কাচাতল গ্রামের মনসু মেম্বারের বাড়ির সামনে অভিযান চালিয়ে এই দু’জনকে আটক করা হয়।

আসামীদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা করা হয়েছে। নং-১৯, তারিখ-২৫/০১/২০২০।

ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে পৃথক মামলা করা হয়েছে।