বিয়ানীবাজারে বাড়ছে করোনার সংক্রমণ, স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা


সিলেটের প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

সরকারি হিসেবে বিয়ানীবাজারে গত এক সপ্তাহে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে শুধু শুক্রবারই রাতে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। এ সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৯০০ জন। এর মধ্যে গত শুক্রবার সর্বোচ্চ ৯০ জন রোগী শনাক্ত হন।
তবে, নাম প্রকাশ না করা শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক জানান আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্যানুযায়ী, বিয়ানীবাজারে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন। এছাড়া মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৪ জনে।

অনেকেই মনে করছেন, লকডাউন অমান্য করে ও স্বাস্থ্যবিধি না মেনে মানুষ ঘরের বাইরে বের হওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের হরদমে চলছে যাত্রীবাহী সকল পরিবহন। কয়েকটি স্থানে পুলিশের চেকপোস্ট থাকলেও তা উপেক্ষা করেই চলছে এসব যানবাহন।

উপজেলার বারইগ্রাম, জলঢুপ বাজার, কালিবাড়ি বাজার, গোডাউন, দাসউরা বাজার, আছিরগঞ্জ, ঈদগাহ, মাথিউরা, বৈরাগী বাজার, কুড়ারবাজার, দুবাগ, চারখাই, রামদা, কাকুরা বাজার ও আলীনগরসহ প্রত্যন্ত এলাকার ব্যবসা প্রতিষ্ঠান চলছে স্বাভাবিক পরিস্থিতির মতো। মসজিদ ও প্রার্থনার বিভিন্ন স্থানসমূহেও জনসমাগম বেড়েছে।

বাইরে বের হওয়া বেশিরভাগ মানুষই সঠিকভাবে মাস্ক ব্যবহার করেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ আশঙ্কা প্রকাশ করে বলেন, জনগণ সচেতন না হলে বিয়ানীবাজারের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।

বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী অফিসার আশিক নূর জানান, লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি মানাতে তাদের অভিযান অব্যাহত আছে। কিন্ত মানুষের অবাধ চলাফেরা ঠেকানো যাচ্ছে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *