সিলেটের বিয়ানীবাজার উপজেলার টিকরপাডা বাজার এলাকা থেকে ভারতীয় শেখ নাসির বিড়ি এবং ক্লাসিক সিগারেটসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ (বটেরপাড়া) গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে এলন মিয়া (৪৫) এবং দত্তরাই গ্রামের মৃত বশির উদ্দিন মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুলাই) ভোর ৫টায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
এসময় তাদের বহনকৃত একটি সিএনজি অটোরিকশাসহ তাদের হেফাজতে থাকা ৮৪হাজার প্যাকেট ভারতীয় সেখ নাসির বিড়ি এবং ২০হাজাড় প্যাকেট ক্লাসিক সিগারেট উদ্ধার করে জব্দ করা হয়। আটককৃত এলন একজন চিহ্নিত চোরাকারবারি এবং তার বিরুদ্ধে তিনটি চোরাচালানের মামলা বিচারাধীন রয়েছে বলে জানায় পুলিশ।
এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক এসআই মিজানুর রহমান বাদী হয়ে বিয়ানীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।