তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রায় তিন বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের হামারোল গ্রামের নজরুল ইসলাম খার ছেলে জিম খা (২৭)। কিন্তু শেষ রক্ষা হলো না তার। বিয়ে করতে এসে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। শুক্রবার বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাকা গ্রামে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিল্টন কুমার দেবদাস জানান, জিম খার বিরুদ্ধে লোহাগড়া থানায় তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে প্রায় তিন বছর ধরে পলাতক ছিল। শুক্রবার বিকেলে লক্ষ্মীপাশা ইউনিয়নের বাকা গ্রামের মালেক মোল্লার মেয়ে রিনি খানমের সঙ্গে বিয়ে হচ্ছিল তার।
গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে গিয়ে বর জিম খাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। গ্রেফতার করে থানায় আনার পর তাদের কাবিননামায় স্বাক্ষরসহ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।