বুরহান উদ্দিন (রহ.)’র মাজারে ওরস শুরু ১৯ ডিসেম্বর


সিলেটে আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর হযরত গাজী শাহ সৈয়দ বুরহান উদ্দিন (রহ.)’র মাজারে বাৎসরিক ওরস অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও ওরসকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মাজার কর্তৃপক্ষ ইতোমধ্যে ওরসকে সফল ও সার্থক করে তুলতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

এছাড়া শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ। প্রশাসন ও মাজার-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

গাজী বুরহান উদ্দিনের মাজার সিলেট বিভাগের প্রথম মুসলমান বুরহান উদ্দিনের সমাধি বলে জানা যায়। সিলেট শহরের দক্ষিণ পূর্ব সীমান্তে সুরমা নদীর তীরে এ মাজারের অবস্থান। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন কুশিঘাট এলাকায় গাজী বুরহান উদ্দিনের ঐতিহাসিক বাড়িতেই তার সমাধি বা মাজারের অবস্থান।

শ্রীহট্ট (অধুনা সিলেট) অঞ্চলে বসবাসকারী খ্রিস্টিয় দ্বাদশ শতাব্দীর প্রথম মুসলমান পরিবারের স্মৃতি বিজড়িত এ স্থানটি সিলেটের অন্যতম পুণ্য তীর্থ হিসেবে পরিচিত। হযরত গাজী শাহ সৈয়দ বুরহান উদ্দিন (রহ.)’র মাজার গুলোকে কেন্দ্র করে এখানে প্রতি দিন শত শত দেশ-বিদেশী দর্শনার্থীর আগমন ঘটে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *