বৃষ্টির দিনেও থেমে নেই কাউন্সিলর জনাব এডভোকেট সালেহ আহমেদ সেলিম


মাহবুব ফেরদৌস: বর্তমান এই দূর্যোগপূর্ণ সময়ে,অনেক খেটে খাওয়া মানুষ কাজ করছে না বা পাচ্ছে না।
তাদের কষ্টের কথা ভেবে সরকার থেকে বিভিন্নভাবে অন্য-বস্ত্র বা সরকারি ত্রাণ দেওয়া হচ্ছে।
সিলেটের বিভিন্ন ওয়ার্ডে, ওয়ার্ড কেন্দ্রিক এই উপহারগুলো দেওয়া হচ্ছে।
কিন্তু করনার ভয়ে বিভিন্ন ওর্ডের কাউন্সিলর ঠিক মত অফিস করছেন না বা সরকারি উপহার সামগ্রী গরিবদের তুলে দিচ্ছেন না।
ঠিক সেই যায়গাতে থেমে নেই উপশহর ২২নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট জনাব সালেহ আহমেদ সেলিম
মেঘ-বৃষ্টি উপেক্ষা করে জনগণের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার তুলে দিচ্ছেন এডভোকেট সালেহ আহমেদ সেলিম।
আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী কর্মহীন অসহায় নিম্নবিত্ত ২০০ পরিবারের মাঝে বিতরণ করেন সিসিকের ২২ নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *