গত ১০ নভেম্বর রোজ রবিবার ১৩ই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মোহাম্মদ (সা.) এর পৃথিবীতে শুভাগমন ও তার স্মরণে বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে হ্যামট্রামিক শহরের সুপরিচিত আল ইসলা মসজিদে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী।
উক্ত মিলাদে চট্টগ্রাম মহানগর সহ বৃহত্তর চট্টগ্রামের সকল প্রবাসী ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল পরিচালনা করেন আল ইহসান মসজিদের খতিব হাফেজ মাওলানা ফখরুল ইসলাম সাহেব। মিলাদ মাহফিলে বক্তারা মহানবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক চর্চার মাধ্যমে নিজেদের জীবনকে সাফল্যমণ্ডিত করা ছাড়াও বেশি করে নবীজীর জীবনীগ্রন্থ পাঠ করারও পরামর্শ দেন ।
শেষ নবীর জন্মদিন হিসেবে ঈদ-এ মিলাদুন্নবী মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব। এ দিনটি বেশ উৎসবের সাথে সারাবিশ্বে পালন হতে দেখা যায়। হিজরী ৪র্থ শতাব্দীর মাঝামাঝি থেকে মিলাদুন্নবীর প্রচলন শুরু হয়। রাসূল(সা), আলী(রা), ফাতেমা(রা), হাসান ও হুসাইন(রা) এর জন্মদিন, এসবের মূল প্রর্বতক ছিল খলীফা আল মুয়িজ্জু লি-দীনিল্লাহ। ৭ম হিজরী থেকে আনুষ্ঠানিক মিলাদ উদযাপন শুরু হয়। মিলাদের উপর সর্বপ্রথম গ্রন্থ রচনা করে আবুল খাত্তাব ওমর ইবনে হাসান ইবনে দেহিয়া আল কালবী।