বেড়েই চলছে কুশিয়ারার পানি


সিলেটের সুরমা এবং সারি নদীর পানি না বাড়লেও বাড়ছে কুশিয়ারা নদীর পানি। কুশিয়ারার অমলসিদ পয়েন্টে পানি বিপদসীমার ১৪০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুলাই) পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।জেলার ১৩টি উপজেলার অন্তত ১২টি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য জেলায় ১৯০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এখন পর্যন্ত ১৬৫ মেট্রিক টন চাল ও গম বরাদ্দ এবং বিতরণ করা হচ্ছে। দেওয়া হয়েছে ২ হাজার প্যাকেট খাদ্যদ্রব্য।তবে সিলেট নগরীতে কয়েকটি পাড়া-মহল্লায় পানি বৃদ্ধি পেয়েছে। বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন দুর্গতরা।

চালিবন্দর, মাছিমপুর, ছড়ার পড়, কামালগড়, কুশিঘাট, শেখঘাটে পানি গত কয়েকদিনের তুলনায় ৫-৬ সেন্টিমিটার বেড়েছেউপজেলা পর্যায়ে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও নগরীতে এখনো কোনো সরকারি ত্রাণ পাননি বানভাসি মানুষেরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *